১১ (akashe aj kon charaner)

আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া

বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া ॥

     অনেক দিনের বিদায়বেলায় ব্যাকুল বাণী

     আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি--

          বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া ॥

কোন্‌ ফাগুনে যে ফুল ফোটা হল সারা

মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা।

     বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্‌ দুপুরে

     যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে

          ব্যথায় ভ'রে ফিরে আসে সে গান-গাওয়া

রাগ: ভীমপলশ্রী-মূলতান

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.