১৫৩ (akul keshe ase)

আকুল কেশে আসে,    চায় ম্লাননয়নে,    কে গো চিরবিরহিনী--

     নিশিভোরে    আঁখি জড়িত ঘুমঘোরে,

          বিজন ভবনে    কুসুমসুরভি মৃদু পবনে,

              সুখশয়নে,    মম প্রভাতস্বপনে॥

                   শিহরি চমকি জাগি    তার লাগি।

          চকিতে মিলায়    ছায়াপ্রায়,    শুধু রেখে যায়

                   ব্যাকুল বাসনা কুসুমকাননে॥

রাগ: মিশ্র ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: জোড়াসাঁকো

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.