৩১৭ (ali bar bar phire jay)
অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে--
তবে তো ফুল বিকাশে॥
কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে।
ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহো পাশে।
ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয়রতন-আশে।
ফিরে এসো ফিরে এসো-- বন মোদিত ফুলবাসে।
আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে॥
রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ ,১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর