৩৩১ (amar ange ange ke)

আমার    অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।    আনন্দে বিষাদে মন উদাসী॥

          পুষ্পবিকাশের সুরে    দেহ মন উঠে পূরে,

              কী মাধুরী সুগন্ধ    বাতাসে যায় ভাসি॥

সহসা মনে জাগে আশা,    মোর     আহুতি পেয়েছে অগ্নির ভাষা।

    আজ মম রূপে বেশে    লিপি লিখি কার উদ্দেশে--

        এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ জানুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.