১৩৪ (amar dosar je jan ogo)

আমার     দোসর যে জন ওগো তারে     কে জানে

     একতারা তার দেয় কি সাড়া আমার গানে    কে জানে॥

আমার     নদীর যে ঢেউ    ওগো    জানে কি কেউ

          যায় বহে যায় কাহার পানে। কে জানে॥

              যখন      বকুল ঝ'রে

     আমার    কাননতল যায় গো ভ'রে

তখন    কে-আসে-যায়    সেই    বনছায়ায়,

            কে সাজি তার ভরে আনে। কে জানে॥

রাগ: পিলু

তাল: দাদরা বা খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.