২৯৪ (amar ekti katha)

     আমার   একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥

          ভরে রইল বুকের তলা,   কারো কাছে হয় নি বলা,

          কেবল বলে গেলেম বাঁশির কানে কানে॥

আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,

চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে।

              এমনি গেল সারা রাতি,   পাই নি আমার জায়গা সাথি--

              বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): সেপ্টেম্বর, ১৯১৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.