৩৪৩ (amar man bale)
আমার মন বলে, 'চাই চা ই, চাই গো-- যারে নাহি পাই গো'।
সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে--
'নাই, না ই নাই গো'॥
হারিয়ে যেতে হবে,
আমায় ফিরিয়ে পাব তবে,
সন্ধ্যাতারা যায় যে চলে ভোরের তারায় জাগবে ব'লে--
বলে সে, 'যা ই যা ই যাই গো'॥
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ