২ (amar maner majhe)

আমার     মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো

আমার    চোখের 'পরে আভাস দিয়ে যখনি যাও গো ॥

     রবির কিরণ নেয় যে টানি    ফুলের বুকের শিশিরখানি,

     আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো ॥

     আমার    উদাস হৃদয় যখন আসে বাহির-পানে

              আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।

     কচি পাতা প্রথম প্রাতে    কী কথা কয় আলোর সাথে,

          আমার মনের আপন কথা বলে যে তাও গো ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা বা খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.