২৬ (amar shesh raginir)

     আমার    শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে    কে তুই।

     আমার    শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে   কে তুই॥

দূরে         পশ্চিমে ওই দিনের পারে    অস্তরবির পথের ধারে

          রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে     কে তুই॥

          সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইল কি ওই-যে।

          সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই-যে।

তোর        হঠাৎ-খসা প্রাণের মালা    ভরল আমার শূন্য ডালা--

          মরণপথের সাথি আমায় করলি রে   কে তুই॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২ পৌষ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ ডিসেম্বর, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.