১১৩ (ami jab na go)

আমি    যাব না গো অমনি চলে।    মালা তোমার দেব গলে॥

অনেক সুখে অনেক দুখে    তোমার বাণী নিলেম বুকে,

        ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥

কিছু হল, অনেক বাকি।     ক্ষমা আমায় করবে না কি।      

গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই--

        সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥

রাগ: পিলু-বাউল

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.