২৩১ (ami je gan gai jani ne)

আমি যে গান গাই   জানি নে সে   কার উদ্দেশে॥

     যবে জাগে মনে   অকারণে   চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়--

          সুর যায় ভেসে   কার উদ্দেশে॥

              ওই মুখপানে চেয়ে দেখি--

                   তুমি সে কি   অতীত কালের স্বপ্ন এলে

                        নূতন কালের বেশে।

          কভু জাগে মনে   আজও যে জাগে নি এ জীবনে

     গানের খেয়া সে মাগে আমার তীরে এসে॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.