৯০ (ami rupe tomar bholaba na)

আমি    রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।

আমি    হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥

         ভরাব না ভূষণভারে,     সাজাব না ফুলের হারে--

         প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥

         জানবে না কেউ কোন্‌ তুফানে     তরঙ্গদল নাচবে প্রাণে,

         চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥

রাগ: কীর্তন

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.