৭৩ (anek katha balechhilem)

অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে

কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥

সে কি তোমার মনে আছে   তাই শুধাতে এলেম কাছে--

রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥

ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে

স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে--

বৃষ্টিধারার ঝরোঝরে    ঝাউবাগানের মরোমরে

ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ অগ্রহায়ণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.