২৭০ (ashanti aj hanla e ki)

অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা।

বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা॥

     বক্ষে জ্বালায় অগ্নিশিখা,    চক্ষে কাঁপায় মরীচিকা--

          মরণসুতোয় গাঁথল কে মোর বরণমালা॥

চেনা ভুবন হারিয়ে গেল স্বপনছায়াতে

ফাগুনদিনের পলাশরঙের রঙিন মায়াতে।

     যাত্রা আমার নিরুদ্দেশা,    পথ হারানোর লাগল নেশা--

          অচিন দেশে এবার আমার যাবার পালা॥

রাগ: হাম্বীর

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.