৩২১ (bahir pathe bibagi hiya)
বাহির-পথে বিবাগি হিয়া কিসের খোঁজে গেলি,
আয় রে ফিরে আয়।
পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি
বসিবি নিরালায়।
সারাটা বেলা সাগর-ধারে কুড়ালি যত নুড়ি,
নানারঙের শামুক-ভারে বোঝাই হল ঝুড়ি,
লবণপারাবারের পারে প্রখর তাপে পুড়ি
মরিলি পিপাসায়--
ঢেউয়ের দোল তুলিল রোলঅকূলতল জুড়ি,
কহিল বাণী কী জানি কী ভাষায়॥
বিরাম হল আরামহীন যদি রে তোর ঘরে, না যদি রয় সাথি,
সন্ধ্যা যদি তন্দ্রালীন মৌন অনাদরে, না যদি জ্বালে বাতি,
তবু তো আছে আঁধার কোণে ধ্যানের ধনগুলি,
একেলা বসি আপনমনে মুছিবি তার ধূলি,
গাঁথিবি তারে রতনহারে বুকেতে নিবি তুলি মধুর বেদনায়।
কাননবীথি ফুলের রীতি নাহয় গেছে ভুলি,
তারকা আছে গগন-কিনারায়॥
রাগ: বৃন্দাবনী সারং
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ চৈত্র, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ এপ্রিল, ১৯২৮
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ