২৫৫ (bane jadi phutla kusum)

বনে যদি ফুটল কুসুম   নেই কেন সেই পাখি।

কোন্‌ সুদূরের আকাশ হতে   আনব তারে ডাকি॥

হাওয়ায় হাওয়ায় মাতন জাগে,   পাতায় পাতায় নাচন লাগে গো--

          এমন মধুর গানের বেলায়   সেই শুধু রয় বাকি॥

উদাস-করা হৃদয়-হরা   না জানি কোন্‌ ডাকে

সাগর-পারের বনের ধারে   কে ভুলালো তাকে।

আমার হেথায় ফাগুন বৃথায়   বারে বারে ডাকে যে তায় গো--

          এমন রাতের ব্যাকুল ব্যথায়   কেন সে দেয় ফাঁকি॥

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রচনাস্থান: আগরতলা

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.