৫৭ (baro bedanar mato)

বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে,

মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে॥

     তোমারে হৃদয়ে ক'রে    আছি নিশিদিন ধ'রে,

          চেয়ে থাকি আঁখি ভ'রে মুখের পানে॥

বড় আশা বড় তৃষা বড় আকিঞ্চন তোমারি লাগি,

বড়ো সুখে, বড়ো দুখে, বড়ো অনুরাগে রয়েছি জাগি।

     এ জন্মের মতো আর    হয়ে গেছে যা হবার,

          ভেসে গেছে মন প্রাণ মরণ টানে॥

রাগ: কালাংড়া

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ আষাঢ়, ১৩০০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ জুলাই, ১৮৯৩

রচনাস্থান: সাজাদপুর

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.