১০৭ (barshanmandrita andhakare esechhi)

বর্ষণমন্দ্রিত অন্ধকারে     এসেছি তোমারি এ দ্বারে,

পথিকেরে লহো ডাকি     তব মন্দিরের এক ধারে॥

বনপথ হতে, সুন্দরী,     এনেছি মল্লিকামঞ্জলী--

তুমি লবে নিজ বেণীবন্ধে    মনে রেখেছি এ দুরাশারে॥

কোনো কথা নাহি ব'লে     ধীরে ধীরে ফিরে যাব চলে।

ঝিল্লিঝঙ্কৃত নিশীথে    পথে যেতে বাঁশরিতে

শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে॥

রাগ: কাফি-কানাড়া

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.