২৪ (bashi ami bajai)

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে।

     গান গাওয়া কি হয় নি সারা তোমার বাহির-দ্বারে॥

          ওই-যে দ্বারের যবনিকা    নানা বর্ণে চিত্রে লিখা

              নানা সুরের অর্ঘ্য হোথায় দিলেম বারে বারে॥

আজ যেন কোন্‌ শেষের বাণী শুনি জলে স্থলে--

     'পথের বাঁধন ঘুচিয়ে ফেলো' এই কথা সে বলে।

          মিলন-ছোঁওয়া বিচ্ছেদেরই    অন্তবিহীন ফেরাফেরি

              কাটিয়ে দিয়ে যাও গো নিয়ে আনাগোনার পারে॥

রাগ: ঝিঁঝিট খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ অগ্রহায়ণ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ নভেম্বর, ১৯২৬

রচনাস্থান: ডার্ডানেলিস, তুরস্ক

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.