২০৩ (bhul karechhinu bhul bhengechhe)

            ভুল করেছিনু ভুল ভেঙেছে।

    জেগেছি, জেনেছি-- আর ভুল নয়, ভুল নয়॥

মায়ার পিছে পিছে    ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে--

    বিঁধেছে কাঁটা প্রাণে--  এ তো ফুল নয় ফুল নয়॥

    ভালোবাসা হেলা করিব না,

খেলা করিব না নিয়ে মন--  হেলা করিব না।

    তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।

        অতল সাগর সংসারে এ তো    কূল নয় কূল নয়॥

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.