২৮ (biras din biral kaj)

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে

এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে॥

      একেলা রই অলসমন,    নীরব এই ভবনকোণ,

      ভাঙিলে দ্বার কোন্‌ সে ক্ষণ    অপরাজিত ওহে॥

কানন-'পরছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।

গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।

      যেথা যে রয় ছাড়িল পথ,    ছুটালে ওই বিজয়রথ,

      আঁখি তোমার তড়িতবৎ    ঘনঘুমের মোহে॥

রাগ: খাম্বাজ

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.