৭৭ (chapal taba nabin akhi duti)

     চপল তব নবীন আঁখি দুটি

সহসা যত বাঁধন হতে আমারে দিল ছুটি॥

     হৃদয় মম আকাশে গেল খুলি,

সুদূরবনগন্ধ আসি করিল কোলাকুলি।

     ঘাসের ছোঁওয়া নিভৃত তরুছায়ে

চুপিচুপি কী করুণ কথা কহিল সারা গায়ে।

আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি--

     বুকের কাছে সবাই এল জুটি॥

রাগ: খাম্বাজ

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ মার্চ, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.