১ (chitta pipashit re)

          চিত্ত পিপাসিত রে

     গীতাসুধার তরে ॥

তাপিত শুষ্কলতা     বর্ষণ যাচে যথা

কাতর অন্তর মোর লুণ্ঠিত ধূলি 'পরে

               গীতসুধার তরে ॥

আজি বসন্তনিশা,    আজি অনন্ত তৃষা,

আজি এ জাগ্রত প্রাণ    তৃষিত চকোর-সমান

               গীতসুধার তরে।

চন্দ্র অতন্দ্র নভে    জাগিছে সুপ্ত ভবে

অন্তর বাহির আজি    কাঁদে উদাস স্বরে

               গীতসুধার তরে ॥

রাগ: খাম্বাজ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.