৩৪৬ (dware keno dile nara)

                   দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!

                   কার কাছে পাবে সাড়া ওগো মালিনী॥

তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা,   আমার আঁধার ঘরে লেগেছে তালা।

                   খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালি নি॥

                   ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে

                   দিনের শেষের সোনা ডোবে কালোতে।

আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে,   যখন দূরের আলো জ্বালে আকাশে

                   অসীম পথের রাতি   দীপশালিনী॥

রাগ: বসন্ত-বাহার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.