রাগ: কাফি

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

২৫০ (e pare mukhar hala)

এ পারে মুখর হল কেকা ওই,     ও পারে নীরব কেন কুহু হায়।

এক কহে, 'আর-একটি একা কই,   শুভযোগে কবে হব দুঁহু হায়।'

          অধীর সমীর পুরবৈয়াঁ   নিবিড় বিরহব্যথা বইয়া

                        নিশ্বাস ফেলে মুহু মুহু হায়॥

আষাঢ় সজলঘন আঁধারে   ভাবে বসি দুরাশার ধেয়ানে--

'আমি কেন তিথিডোরে বাঁধা রে,   ফাগুনেরে মোর পাশে কে আনে

     ঋতুর দু ধারে থাকে দুজনে,   মেলে না যে কাকলি ও কূজনে,

              আকাশের প্রাণ করে হূহু হায়॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.