৩১৫ (e to khela nay)

এ তো খেলা নয়, খেলা নয়--  এ যে হৃদয়দহনজ্বালা সখী॥

এ যে প্রাণভরা ব্যাকুলতা,  গোপন মর্মের ব্যথা,

    এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা॥

কে যেন সতত মোরে    ডাকিয়ে আকুল করে,

যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে।

    যে-কথা বলিতে চাহি,    তা বুঝি বলিতে নাহি--

    কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।

    যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।

রাগ: মিশ্র ছায়ানট

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1295

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.