১৩০ (ebar milan haoyay)

     এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে।

          ধরা দেবার খেলা এবার খেলতে হবে॥

     ওগো পথিক, পথের টানে    চলেছিলে মরণ-পানে,

          আঙিনাতে আসন এবার মেলতে হবে॥

মাধবিকার কুঁড়িগুলি আনো তুলে--মালতিকার মালা গাঁথো নবীন ফুলে।

     স্বপ্নস্রোতে ভিড়বি পারে,    বাঁধবি দুজন দুইজনারে,

          সেই মায়াজাল হৃদয় ঘিরে ফেলতে হবে॥

রাগ: ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.