৫১ (ekhano kena samay nahi hala)

এখনো কেন সময় নাহি হল,    নাম-না-জানা অতিথি--

আঘাত হানিলে না দুয়ারে,     কহিলে না 'দ্বার খোলো'॥

     হাজার লোকের মাঝে    রয়েছি একেলা যে--

     এসো আমার হঠাৎ-আলো,    পরান চমকি তোলো ॥

আঁধার বাধা আমার ঘরে,    জানি না কাঁদি কাহার তরে।

     চরণসেবার সাধনা আনো,    সকল দেবার বেদনা আনো--

     নবীন প্রাণের জাগরমন্ত্র    কানে কানে বোলো ॥

রাগ: ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.