২৪৮ (eman dine tare bala jay)

     এমন দিনে তারে বলা যায়

     এমন ঘনঘোর বরিষায়।

     এমন দিনে মন খোলা যায়--

এমন মেঘস্বরে       বাদল-ঝরোঝরে

     তপনহীন ঘন তমসায়॥

     সে কথা শুনিবে না কেহ আর,

     নিভৃত নির্জন চারি ধার।

দুজনে মুখোমুখি         গভীর দুখে দুখি,

     আকাশে জল ঝরে অনিবার--

     জগতে কেহ যেন নাহি আর॥

     সমাজ সংসার মিছে সব,

     মিছে এ জীবনের কলরব।

কেবল আঁখি দিয়ে   আঁখির সুধা পিয়ে

     হৃদয় দিয়ে হৃদি অনুভব--

     আঁধারে মিশে গেছে আর সব॥

     তাহাতে এ জগতে ক্ষতি কার

     নামাতে পারি যদি মনোভার।

শ্রাবণবরিষনে         একদা গৃহকোণে

     দু কথা বলি যদি কাছে তার

     তাহাতে আসে যাবে কিবা কার॥

     ব্যাকুল বেগে আজি বহে যায়,

     বিজুলি থেকে থেকে চমকায়।

যে কথা এ জীবনে   রহিয়া গেল মনে

     সে কথা আজি যেন বলা যায়--

     এমন ঘনঘোর বরিষায়॥

রাগ: দেশ

তাল: রূপক

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১২৯৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ মে, ১৮৮৯

রচনাস্থান: খিরকী, পুনে

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.