এখনো কেন সময় নাহি হল নাম-না-জানা অতিথি— আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না ‘দ্বার খোলো’। হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে, এসো আমার হঠাৎ-আলো— পরান চমকি তোলো। আঁধার-বাধা আমার ঘরে, জানি না কাঁদি কাহার তরে। চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো, নবীন প্রানের জাগরমন্ত্র কানে কানে বোলো।।
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে— তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না। কে জানে কোথা হতে কে এসেছে। কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।। সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব, বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে— সখীরে নিয়ে যেতে দেব’ না।।