কী অসীম সাহস তোর, মেয়ে। আমার সাহস! তাঁর সাহসের নাই তুলনা। কেউ যে কথা বলতে পারে নি তিনি ব'লে দিলেন কত সহজে-- জল দাও। ওই একটু বাণী-- তার দীপ্তি কত; আলো ক'রে দিল আমার সারা জন্ম। বুকের উপর কালো পাথর চাপা ছিল যে, সেটাকে ঠেলে দিল-- উথলি উঠল রসের ধারা।
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি, এবার বলো, আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না॥ জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়-- সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না? নাহয় আমার নাই সাধনা-- ঝরলে তোমার কৃপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না॥
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে-- সে তো রয়েছে মনে। ওগো, মনের মতো সেই তো হবে, তুমি শুভক্ষণে যাহার পানে চাও। তোমার আপনার যে জন, দেখিলে না তারে। তুমি যাবে কার দ্বারে। যারে চাবে তারে পাবে না, যে মন তোমার আছে, যাবে তাও॥