২৯৮ (gahan ghana bane)

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে

সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি॥

          শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,

          বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি॥

     স্তব্ধ নীড়ে নীরব বিহগ,

নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।

          ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল,

                   চরাচরে স্বপনের মায়া।

              নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী॥

রাগ: ইমন-ভূপালী

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.