৩২৬ (gharete bhramar ela)

    ঘরেতে       ভ্রমর এল গুন্‌গুনিয়ে।

    আমারে      কার কথা সে যায় শুনিয়ে॥

আলোতে   কোন্‌ গগনে       মাধবী   জাগল বনে,

এল সেই     ফুল-জাগানোর খবর নিয়ে।

সারাদিন     সেই কথা সে যায় শুনিয়ে।

কেমনে   রহি ঘরে,       মন যে   কেমন করে,

কেমনে     কাটে যে দিন দিন গুনিয়ে।

কী মায়া   দেয় বুলায়ে,     দিল সব    কাজ ভুলায়ে,

বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।

আমারে      কার কথা সে যায় শুনিয়ে॥

রাগ: কালাংড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.