১০৯ (godhuligagane meghe dhekechhila)

     গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।

     আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥

হয়তো সে তুমি শোন নাই,    সহজে বিদায় দিলে তাই--

     আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥

     চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি,

     আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।

আর কি কখনো কবে     এমন সন্ধ্যা হবে--

     জনমের মতো হায় হয়ে গেল হারা ॥

রাগ: ছায়ানট-কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.