৮৭ (ja chhila kalo dhalo)
যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল।
যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র'ল॥
রাঙা হল বসন ভূষণ, রাঙা হল শয়ন স্বপন--
মন হল কেমন দেখ্ রে, যেমন রাঙা কমল টলমল॥
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার