রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

২৮২ (jakhan bhangla milan mela)

                        যখন   ভাঙল মিলন-মেলা

                   ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥

দিনে দিনে পথের ধুলায়   মালা হতে ফুল ঝরে যায়--

     জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥

                        দিনে দিনে কঠিন হল কখন বুকের তল--

                   ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।

                        হঠাৎ দেখা পথের মাঝে,   কান্না তখন থামে না যে--

                   ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.