৭৪ (jani tomar ajana nahi go)
জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে॥
কী বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গো--
তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে॥
চিরনিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী--
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গো--
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে॥
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ফেব্রুয়ারি, ১৯২৬
রচনাস্থান: আগরতলা থেকে কলকাতার পথে
স্বরলিপিকার: রমা মজুমদার