১৭৮ (jani tumi phire asibe)

     জানি তুমি ফিরে আসিবে আবার, জানি।

     তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি॥

বিদায়লগনে ধরিয়া দুয়ার    তাই তো তোমায় বলি  বারবার

     'ফিরে এসো এসো বন্ধু আমার',    বাষ্পবিভল বাণী॥

          যাবার বেলায় কিছু মোরে দিয়ো দিয়ো

              গানের সুরেতে তব আশ্বাস প্রিয়।

     বনপথে যবে যাবে সে ক্ষণের   হয়তো বা কিছু রবে স্মরণের

          তুলি লব সেই তব চরণের    দলিত কুসুমখানি॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.