৩৪০ (jeno prem chirarini apanari)

জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে,    জেনো প্রিয়ে

    সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।

        কলঙ্ক যাহা আছে    দূর হয় তার কাছে,

            কালিমার 'পরে তার অমৃত সে বরষে॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.