৩৫৯ (jeyo na jeno na phire)

যেয়ো না, যেয়ো না ফিরে,

দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে॥

চঞ্চল সমীরসম ফিরিছ কেন    কুসুমে কুসুমে,    কাননে কাননে।

তোমায়  ধরিতে চাহি, ধরিতে পারি নে,    তুমি গঠিত যেন স্বপনে--

এসো হে, তোমারে বারেক দেখি     ভরিয়ে আঁখি,    ধরিয়া রাখি যতনে॥

প্রাণের মাঝে তোমারে ঢাকিব,    ফুলের পাশে বাঁধিয়ে রাখিব--

তুমি    দিবসনিশি রহিবে মিশি    কোমল প্রেমশয়নে॥

রাগ: নট-ভূপালী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1295

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.