রাগ: নট-ভূপালী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1295

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৩৫৯ (jeyo na jeno na phire)

যেয়ো না, যেয়ো না ফিরে,

দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে॥

চঞ্চল সমীরসম ফিরিছ কেন    কুসুমে কুসুমে,    কাননে কাননে।

তোমায়  ধরিতে চাহি, ধরিতে পারি নে,    তুমি গঠিত যেন স্বপনে--

এসো হে, তোমারে বারেক দেখি     ভরিয়ে আঁখি,    ধরিয়া রাখি যতনে॥

প্রাণের মাঝে তোমারে ঢাকিব,    ফুলের পাশে বাঁধিয়ে রাখিব--

তুমি    দিবসনিশি রহিবে মিশি    কোমল প্রেমশয়নে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.