রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

৩৭৫ (joubana sarasi nire)

যৌবনসরসীনীরে মিলনশতদল

কোন্‌   চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥

     শরমরক্তরাগে   তার   গোপন স্বপ্ন জাগে,

     তারি   গন্ধকেশর-মাঝে

                   এক   বিন্দু নয়নজল॥

          ধীরে বও ধীরে বও, সমীরণ,

              সবেদন পরশন।

     শঙ্কিত চিত্ত মোর   পাছে ভাঙে বৃন্তডোর--

     তাই   অকারণ করুণায়   মোর   আঁখি করে ছলোছল॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.