১৭৬ (kakhan dile paraye swapane)

     কখন দিলে পরায়ে     স্বপনে বরণমালা,

              ব্যথার মালা ॥

প্রভাতে দেখি জেগে      অরুণ মেঘে

     বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা

গোপনে এসে গেলে,      দেখি নাই আঁখি মেলে

     আঁধারে দুঃখডোরে      বাঁধিলে মোরে,

          ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।

রাগ: পিলু

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1337

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.