১৪৬ (kar chokhe chaoyar haoyay)
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই কেমন হয়ে আছিস সারাক্ষণ॥
হাসি যে তাই অশ্রুভরে নোওয়া,
ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,
ভাষায় যে তোর সুরের আবরণ॥
তোর পরানে কোন্ পরশমণির খেলা,
তাই হৃদ্গগনে সোনার মেঘের মেলা।
দিনের স্রোতে তাই তো পলকগুলি
ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,
কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ॥
রাগ: কালাংড়া-ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ভাদ্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: Hotel Atlantique - হ্যামবুর্গ, জার্মানি
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর