১১৬ (ke balechhe tomay badhu)

কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে।

আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে॥

    প্রাণের বন্ধু, বুকের বন্ধু,

           সুখের বন্ধু, দুখের বন্ধু,

    তোমায় দেব না দুখ পাব না দুখ,

           হেরব তোমার প্রসন্ন মুখ,

আমি     সুখে দুঃখে পারব বন্ধু চিরানন্দে রইতে--

তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.