১২৩ (kena bajao kakan)

     কেন    বাজাও কাঁকন কনকন কত ছলভরে।

     ওগো,  ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে॥

     কেন    জলে ঢেউ তুলি ছলকি ছলকি করে খেলা।

কেন     চাহ খনে খনে চকিত নয়নে কার তরে      কত      ছলভরে॥

     হেরো   যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,

যত      হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে      কত      ছলভরে।

     হেরো   নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,

তারা     হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ'পরে      কত      ছলভরে॥

রাগ: কাফি

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.