২৪১ (kena dhare rakha)

              কেন ধরে রাখা, ও যে যাবে চলে

                        মিলনযামিনী গত হলে॥

স্বপনশেষে নয়ন মেলো,   নিব-নিব দীপ নিবায়ে ফেলো--

                   কী হবে শুকানো ফুলদলে॥

              জাগে শুকতারা, ডাকিছে পাখি,

                        উষা সকরুণ অরুণ-আঁখি।

এসো প্রাণপণ হাসিমুখে    বলো 'যাও সখা! থাকো সুখে'--

              ডেকো না, রেখো না আঁখিজলে॥

রাগ: কালাংড়া

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.