৭০ (ketechhe ekela biraher bela)

    কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে।

    সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে॥

দেখিতে দেখিতে নূতন আলোকে    কি দিল রচিয়া ধ্যানের পুলকে

    নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে॥

        বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে।

        হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে।

ভাষাহারা মম বিজন রোদনা    প্রকাশের লাগি করেছে সাধনা,

        চিরজীবনেরি বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে॥

রাগ: মিশ্র দেশ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ জানুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.