২৯৭ (ki sur baje amar prane)

কী সুর বাজে আমার প্রাণে   আমিই জানি, মনই জানে॥

     কিসের লাগি সদাই জাগি,   কাহার কাছে কী ধন মাগি--

                        তাকাই কেন পথের পানে॥

দ্বারের পাশে প্রভাত আসে,   সন্ধ্যা নামে বনের বাসে।

     সকাল-সাঁঝে বাঁশি বাজে,   বিকল করে সকল কাজে--

                        বাজায় কে যে কিসের তানে॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আষাঢ়, ১৩১১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1904

রচনাস্থান: মজঃফরপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.