১৯৫ (kotha hate shunte jena pai)

কোথা হতে শুনতে যেন পাই--,

     আকাশে আকাশে বলে 'যাই'॥

          পাতায় পাতায় ঘাসে ঘাসে    জেগে ওঠে দীর্ঘশ্বাসে

              'হায়, তারা নাই, তারা নাই'॥

কত দিনের কত ব্যথা     হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা।

              চলে যাওয়ার পথ যে দিকে    সে দিক-পানে অনিমিখে

                   আজ ফিরে চাই, ফিরে চাই॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.