৩২৫ (lukale balei khuje bahir kara)

লুকালে ব'লেই খুঁজে বাহির করা,

ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥

          পাওয়া ধন আনমনে   হারাই যে অযতনে,

          হারাধন পেলে সে যে হৃদয়-ভরা ॥

আপনি যে কাছে এল দূরে সে আছে,

কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।

          দূরে বারি যায় চলে,   লুকায় মেঘের কোলে,

          তাই সে ধরায় ফেরে পিপাসাহারা ॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.