১২০ (man abhiman bhasiye diye)

মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়--

        তারে    এগিয়ে নিয়ে আয়॥  

চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়--

        ওরে,     ঢেলে দে তার পায়। ।

আসছে পথে ছায়া পড়ে,    আকাশ এল আঁধার করে,    

    শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়--

        ওরে      সময় বহে যায়॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.